Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
VWB (Before VGD)
Details

আইসিটি মন্ত্রণালয়ের অধীনে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ও কান্দিউড়া ইউনিয়নের ছাত্রীদের জন্য কম্পিউটার বিষয়ে ফ্রি উচ্চতর প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য নিম্নোক্ত শর্ত পূরণ করতে হবে।

শর্তসমূহঃ-
-------------
১। প্রার্থীকে এইচএসসি পাস অথবা প্রথম বর্ষ এবং এসএসসি পাস অথবা সদ্য পরীক্ষার্থী হতে হবে। 
২। প্রার্থীকে সান্দিকোণা / কান্দিউড়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। 
৩। প্রার্থীকে নিবন্ধনের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ/রেজিষ্ট্রেশন কার্ডের কপি, দুই কপি 
পাসপোর্ট ছবি ও সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের প্রত্যয়নপত্র সংগে আনতে হবে। 
৪। প্রার্থীকে কম্পিউটার, ইংরেজী ও সাধারণ জ্ঞানে পারদর্শী হতে হবে। 
৫। প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণের বিষয়ে আগ্রহী ও মনোযোগী হতে হবে। 
৬। প্রশিক্ষণ শেষে আইসিটি মন্ত্রণালয় থেকে সনদ প্রদান করা হবে।
৭। নিবন্ধনের শেষ সময় ২৬ এপ্রিল ২০১৫ বেলা ১২ টা পর্যন্ত।
৮। প্রশিক্ষণ পূর্ব পরীক্ষা ২৬ এপ্রিল ২০১৫ তারিখ বিকাল ৩.০০ টায় সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। 
৯। সেরা তিন জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শেষে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

# সান্দিকোনার জন্য নিবন্ধনের স্থানঃ ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সান্দিকোনা, কেন্দুয়া। 
# কান্দিউড়ার জন্য নিবন্ধনের স্থানঃ আইসিটি সেন্টার, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কেন্দুয়া।

‪#‎বিস্তারিত_তথ্যের_জন্য_যোগাযোগঃ_০১৭৪৫৩০১৮৯০‬

সার্বিক ব্যবস্থাপনায়ঃ উপজেলা নির্বাহী অফিসার, কেন্দুয়া, নেত্রকোণা।

Attachments
Publish Date
17/11/2022
Archieve Date
25/11/2022