Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
তেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ।
বিস্তারিত

এই বিদ্যালয়টি ১৯৩৮ ইং সালে প্রতিষ্ঠিত। জাতীয়করন হয় ০১/০৭/১৯৭৩ ইং সালে। বর্তমানে ইহা একটি দ্বি-তল ভবন। যার দৈঘ্য ৬১ ফুট প্রস্থ ২৮ ফুট। এর ৫টি শ্রেণীকক্ষও ১টি অফিসকক্ষসহ মোট ০৬টি কক্ষআছে। ছেলে মেয়েদের জন্য পৃথক শৌচাগার ও শিক্ষক/শিক্ষিকাদের জন্য অফিস সংলগ্ন একটি বাথরম্নম আছে্ বিদ্যালয়ের পদ সংখ্যা ০৬টি। প্রধান শিক্ষক পুরম্নষ এবং বাকী ৫ জনই মহিলা বর্তমানে কর্মরত আছে। বিদ্যালয়ের ছাত্র শিক্ষক অনুপাতে প্রয়োজনীয় আসবাবপত্র ও আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা আছে। দ্বিতীয় তলায় বৈদ্যুতিক সরঞ্জামাদি থাকা সত্ত্বেও বিদ্যুৎ সংযোগ দেওয়া আদৌ সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ের ভৌত অবস্থা ভাল নয়। দক্ষিণে নদী এবং উত্তরে সরকারী পুকুর। নদী ও পুকুরের ভাঙ্গনের ফলে খেলার মাঠ দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গনটি স্ব-প্রতিষ্ঠানের বৃক্ষদ্বারা বেষ্টিত। এর জায়গায় পরিমান .৪৮ শতাংশ দক্ষিনে ১৮৪র্-৮র্ উত্তরে ১৯১র্ -৪র্ পূর্বে ১১৫র্-৫র্ এবং পশ্চিমে ৯৯র্ জায়গা আছে।