এই নদীর গাটে অনেক মালা মাল আমদানি রফতানি করা হয় । ধান পাট গম বালু পাথর ইত্যাতি রফতানি করা হয় । এটা একটা আর্কষণীয় পর্যটক স্হান বিশেষ করে বর্ষা কালে লোক সমাগম বেশি থাকে। এই স্হান হতে কেন্দুয়া, মদন, আটপাড়া, এই তিনটি উপজেলা যোগাযোগ ব্যবস্থা সুগম । এই স্হানটি কেন্দুয়া ও মদনের মধ্য স্হান । তাই স্হান দিয়ে মদনের লোক বেশি চলাচল করে এবং এখানে অনেক ভাল ভাল মাছ পাওয়া যায় । সব কিছু মিলে এটা একটা আর্কষণীয় পর্যটক স্হান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস